ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাতিসংঘের দাবি সিরিয়ার প্রত্যাখান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
জাতিসংঘের দাবি সিরিয়ার প্রত্যাখান ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী ১৮ মাসের মধ্যে সিরিয়ায় সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য জাতিসংঘ যে দাবি তুলেছে, সেটা জোরালোভাবে প্রত্যাখান করেছে সিরিয়া।

শনিবার সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেমের এক বিবৃতির বরাত দিয়ে রোববার আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করে।



এর আগে শুক্রবার (১২ মার্চ) জাতিসংঘের দূত স্টেফান ডি মিস্টুরা বলেন, ‘বৃহৎ স্বার্থে শান্তির লক্ষ্যে আগামী ১৮ মাসের মধ্যে সিরিয়ায় সাধারণ নির্বাচন হওয়া উচিত। ’

এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার ওয়ালিদ আল-মুয়াল্লেম বলেন, ‘সিরিয়ার নির্বাচনের বিষয়ে মিস্টুরার তো নয়, এমনকি অন্য কারো এ বিষেয়ে কথা বলার অধিকার নেই। সিরিয়ার নির্বাচনের বিষয়ে এই দেশের জনগণই সিদ্ধান্ত নেবে। ’

দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ এ বিষয়ে হার্ড লাইনে গিয়ে বলেন, ‘যারা প্রেসিডেন্ট নির্বাচনের বিষয়ে কথা বলতে চায়, তাদের সঙ্গে আমরা কোনো আলোচনা করবো না। ’

জাতিসংঘের এমন দাবির পরিপ্রেক্ষিতে সোমবার (১৪ মার্চ) জেনেভায় অনুষ্ঠেয় সিরিয়ার সরকার ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে শান্তি আলোচনায় অংশগ্রহণ নিয়েও সংশয় দেখা দিয়েছে সিরিয়া কর্তৃপক্ষের।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৬
টিআই

** সিরিয়ায় নির্বাচনের দাবি জাতিসংঘের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।