ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জঙ্গি অর্থায়ন

সিঙ্গাপুরে আরও ২ বাংলাদেশির দোষ স্বীকার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
সিঙ্গাপুরে আরও ২ বাংলাদেশির দোষ স্বীকার

ঢাকা: জঙ্গি অর্থায়নে সিঙ্গাপুরে গ্রেফতার অপর দুই বাংলাদেশি নাগরিক আদালতে দোষ স্বীকার করেছেন। এর আগে বরাবরই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আসছিলেন তারা।

মঙ্গলবার (৩০ আগস্ট) দেশটির স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

অভিযুক্ত দু’বাংলাদেশি হলেন- দৌলতুজ্জামান (৩৪) ও লিয়াকত আলী মামুন (২৯)। তবে তাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।

এর আগে গত এপ্রিলে জঙ্গি অর্থায়নের অভিযোগে ছয় বাংলাদেশিকে আটক করে দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে তাদের মধ্যে চারজন জঙ্গি অর্থায়নের দোষ স্বীকার করলে আদালত চারজনকে ২৪ থেকে ৬০ মাসের কারাদণ্ড দেন।

ওই সময় জঙ্গি অর্থায়নে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছিলেন দৌলতুজ্জামান ও লিয়াকত।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।