ঢাকা: ফিলিপাইনের দাভাও শহরে বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির পুলিশ প্রধান।
গত শুক্রবার (০২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১১টার দিকে শহরের একটি মার্কেটে বিস্ফোরণের ঘটনা ঘটে।
প্রেসিডেন্ট রদরিগো দুদার্তের শহরে ওই বিস্ফোরণের ঘটনার পরপরই দ্রুত ছুটে যান তিনি। এছাড়া দাভাও সিটি মেয়র পাওলো সবাইকে ঘরে অবস্থান করতে অনুরোধ জানান। আশপাশের সব পানাশালা বন্ধেরও নির্দেশ দেন।
কর্তৃপক্ষ জানায়, বিস্ফোরণে ঘটনাস্থলেই ১০ জন নিহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আর ৪ জনের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৬
জেডএস