ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী অ্যাঙ্গেলা মেরকেল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৫, আগস্ট ২৫, ২০১১
বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী অ্যাঙ্গেলা মেরকেল

ওয়াশিংটন: বর্তমানে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। সম্প্রতি বিভিন্ন অঙ্গনের একশত ক্ষমতাধর নারীর তালিকা প্রকাশ করেছে জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বস।


 
মূলত রাজনীতি, ব্যবসা, বিনোদন এবং গণমাধ্যম জগতের সঙ্গে সম্পৃক্ত নারীদের ওপরই এই তালিকা প্রকাশ করেছে ফোর্বস।

এশীয় নারীদের মধ্যে ভারতের কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধি আছেন তালিকার সপ্তমে। ভারতের সরাকারের সঙ্গে সম্পৃক্ত না হয়েও দেশের রাজনীতিতে ব্যাপক ক্ষমতা ধারণ করায় তিনি তালিকার এতোটা উপরে উঠে এসেছেন। ৬৪ বছর বয়সী এই নেত্রী এখন চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সোনিয়া গান্ধীর পরেই আছেন মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা। গত তালিকায় তার নাম ছিল সবার শীর্ষে।

বুধবার ফোর্বস এই তালিকা প্রকাশ করে। তালিকায় ১০০ নারীর মধ্যে ৮ জন রাষ্ট্র ও সরকারপ্রধান এবং ২৯জন প্রধান নির্বাহী।

দ্বিতীয় অবস্থানে আছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। দক্ষ কূটনীতিক এবং প্রভাবশালী নারী নেতা হিসেবে তার নাম উঠে এসেছে। মধ্যপ্রাচ্য ইস্যু এবং উইকিলিসের তথ্য ফাঁস সংক্রান্ত জটিল পরিস্থিতি দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করায় তিনি বেশ ভালো অবস্থানেই উঠে এসেছেন।

হিলারির পরেই আছেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ। লাতিন আমেরিকার প্রথম নারী রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি ইতোমধ্যেই বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন।

এছাড়াও তালিকার শীর্ষে আছেন পেপসির নির্বাহী কর্মকর্তা ইন্দ্রা নুয়ি এবং ফেইসবুকের চিফ অপারেটিং কর্মকর্তা শেরিল সান্ডবার্গ।

৪৯তম স্থানে নাম থাকা ব্রিটেনের রানী এলিজাবেথ তালিকার অন্য নারীদের মধ্যে সবচেয়ে বেশি বয়স্ক। অন্যদিকে সবচেয়ে কম বয়সী হলেন ২৫ বছর বয়সী লেডি গাগা।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।