ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ছত্তিশগড়ে মাওবাদী হামলায় ২৬ জওয়ান নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
ছত্তিশগড়ে মাওবাদী হামলায় ২৬ জওয়ান নিহত জওয়ানদের উপর মাওবাদীদের হামলা

ভারতের ছত্তিশগড়ে মাওবাদী বিদ্রোহীদের হামলায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ২৬ জওয়ান নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ৬ জন। 

সোমবার (২৪ এপ্রিল) দুপুরে সুকমা জেলায় এ হামলার ঘটনা ঘটে। প্রায় তিনশ’ মাওবাদী এ হামলা চালিয়েছে বলে বেঁচে যাওয়া এক জওয়ান জানিয়েছেন।

 

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, ৭৪ ব্যাটালিয়নের সদস্যরা সুকমা জেলায় সড়ক নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকদের সুরক্ষার দায়িত্ব পালন করছিলেন। এ সময় তাদের উপর মওবাদীরা হামলা চালায়।

হামলায় আহতদের হেলিকপ্টারে করে রাইপুর এবং জগদলপুরে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। তবে ৭ থেকে ৮ জন জওয়ান নিখোঁজ থাকার কথাও বলা হচ্ছে।

বেঁচে যাওয়া এক জওয়ান বলেন, মাওবাদীরা স্বয়ংক্রিয় অস্ত্র, একে৪৭, আইএনএসএএস নিয়ে আমাদের উপর অর্তকিত হামলা চালায়।  

ওই ঘটনার পর এক টুইটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, সিআরপিএফ সদস্যদের উপর হামলা কাপুরুষোচিত ও দুঃখজনক। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি।  

২০১০ সালের এপ্রিলে ছত্তিশগড়ে মাওবাদীদের পৃথক ছয়টি হামলায় প্রায় দুইশ’ সিআরপিএফ সদস্য নিহত হয়। এর মধ্যে ৬ এপ্রিল সর্বোচ্চ ৭৬ জন জওয়ান নিহত হন।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।