ভারতের উত্তর প্রদেশের কান্নুজ জেলায় সিলুয়াপুর গ্রামের কৃষক সারভেশ কুমার পাল বাড়ি তৈরির জন্য ইট কিনতে দুই হাজার রুপির ৩৩টি নোট পকেটে রাখেন। কিন্তু কোন ফাঁকে ‘বিচ্ছু’ ছাগল ৩১টি নোট পেটে পুড়েছে তা আঁচও করতে পারেন নি।
হাসি ভরা মুখে সারভেশ বলেন, গোসল করার সময় ট্রাউজারের পকেটে নোটগুলো রেখেছিলাম। দুষ্ট ছাগল কখন ৩১টি নোট গিলে ফেললো। বাড়ির অবশিষ্ট কাজ সারতে অর্থটুকু জমিয়েছিলাম। সন্তান সমান ছাগল পছন্দের খাবার ভেবে তা খেয়ে নিয়েছে। অবশিষ্ট নোট দু’টিও চালানো সম্ভব নয়।
এদিকে ছাগলের নোট খাওয়ার খবরে এলাকাবাসীর মধ্যে বেশ কৌতূহল তৈরি হয়েছে। অনেকে ছাগলটিকে দেখতে সারভেশের বাড়িতে ভিড় করছেন। কেউ কেউ ছাগলের সঙ্গে ছবিও তুলছেন।
অনেকে ছাগলের পেট থেকে নোটগুলো বের করতে ভেটেরিনারি চিকিৎসকের শরণাপন্ন হওয়ার উপদেশ দিচ্ছেন। কেউ কেউ কসাইয়ের কাছে ছাগলটি বিক্রি করে দেওয়ার কথাও বলছেন বলে জানান সারভেশ।
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জুন ০৭, ২০১৭
জেডএস