জঙ্গি গ্রুপটির মুখপাত্র হিসেবে পরিচিত আমাক নিউজ এজেন্সির মাধ্যমে এ হামলার দায় স্বীকার করে তারা। ইরানের প্রথম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনির মাজারে হামলার ঘটনায় পুরো দেশ স্তম্ভিত।
এর আগে বুধবার ( ৭ জুন) সকালের দিকে প্রায় একই সময়ে ইরানের রাজধানী তেহরানে অবস্থিত ইরানের পার্লামেন্ট ভবন ও আয়াতুল্লাহ খোমেনির মাজারে হামলা চালায় কমপক্ষে চারজন হামলাকারী।
হামলায় এক আত্মঘাতী হামলাকারী ও নিরাপত্তারক্ষীসহ দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হওয়ার খবর দিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল।
বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, জুন ০৭, ২০১৭
আরআই