ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

এভারেস্টের পর কিলিমাঞ্জারো জয় ভারতীয় কিশোরীর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৯ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
এভারেস্টের পর কিলিমাঞ্জারো জয় ভারতীয় কিশোরীর শিবানী পাঠক।

জীবনে থেমে থাকার পাত্র নন ভারতীয় নারীদের মধ্যে সবচেয়ে কম বয়সে মাউন্ট এভারেস্ট জয় করা শিবানী পাঠক। এভারেস্টের পর এবার আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট কিলিমাঞ্জারো জয় করে ফিরলেন ১৭ বছর বয়সী এই কিশোরী।

হরিয়ানার অধিবাসী শিবানী সংবাদ মাধ্যমকে বলেন, আমি সবসময়ই চেয়েছি সবার থেকে আলাদা কিছু করে দেখাতে। অরুণিমা সিনহার একটি ভিডিও দেখার পর পর্বতারোহণ বিষয়ে খোঁজ নেওয়া শুরু করি।

এভাবেই পর্বতারোহণের ব্যাপারে আগ্রহী হয়ে উঠি আমি।  

নিজের অসামান্য অর্জনের জন্য পরিবারের প্রতি কৃতজ্ঞ শিবানী। হিসার শহরে বেড়ে ওঠা এই কিশোরীর প্রতিটি পদক্ষেপেই সমর্থন যুগিয়েছেন তার বাবা-মা।

শিবানী বলেন, অভিভাবকদের উচিত সন্তানের ইচ্ছাকে যথাসম্ভব সমর্থন দেওয়া। মেয়েদের উচিত তাদের অভিভাবকদের বোঝানো যে তারা নিজেদের লক্ষ্যে পৌঁছাতে পারবে। পৃথিবীতে এমন কিছু নেই যা মেয়েদের পক্ষে অসম্ভব।

পৃথিবীর প্রতিটি পর্বত জয় করতে চান শিবানী। তার পরবর্তী লক্ষ্য ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রাস।

এর আগে, এভারেস্ট বিজয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে অভিনন্দন পান এই সাহসী কিশোরী। টুইটারে শিবানীর অর্জনকে বিস্ময়ক বলে আখ্যা দিয়েছেন মোদী।  

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।