ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ট্রাম্পের বিরুদ্ধে একাট্টা হয়ে নামছে ৩০০ সংবাদমাধ্যম

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
ট্রাম্পের বিরুদ্ধে একাট্টা হয়ে নামছে ৩০০ সংবাদমাধ্যম ৩০০-এর বেশি সংবাদমাধ্যমের ‘স্বাধীন প্রেস ক্যাম্পেইন’।

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্যের জন্য দেশটির ৩০০-এর বেশি সংবাদমাধ্যম ‘স্বাধীন প্রেস ক্যাম্পেইন’ শুরু করবে। 

বৃহস্পতিবার (১৬ আগস্ট) থেকে ক্যাম্পেইনটি শুরু হবে বলে প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।  

গত সপ্তাহে মার্কিন দৈনিক বোস্টন গ্লোব গণমাধ্যমের বিরুদ্ধে ট্রাম্পের ‘বিশ্রী যুদ্ধের’ জন্য দেশব্যাপী এ ক্যাম্পেইনের আহ্বান জানায়।

সেইসঙ্গে তারা ‘এনিমি অব নান’ বলে হ্যাশট্যাগও যুক্ত করে।

এর আগে ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনকে ‘ভুয়া সংবাদ’ বলে ঠাট্টা করেন। এছাড়া তিনি সাংবাদিকদের ‘জনগণের শত্রু’ বলেও অভিহিত করেন।  

জাতিসংঘ বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের মন্তব্য সাংবাদিকদের ক্ষেত্রে সহিংসতার ঝুঁকি বাড়ায়।  

১৬ আগস্ট দ্য বোস্টন গ্লোব নামে মার্কিন দৈনিক ‘সংবাদমাধ্যমের ওপর প্রশাসনের লাঞ্চনার ভয়াবহতা’ নিয়ে সম্পাদকীয় ছাপার অঙ্গীকার করে। এছাড়া তারা অন্য সংবাদমাধ্যমকেও একই কাজে আহ্বান জানান।  

প্রধান মার্কিন সংবাদপত্রগুলো, স্থানীয় সংবাদমাধ্যম ও ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ আহ্বানে সাড়া দিয়েছে।  

লন্ডনভিত্তিক সংবাদপত্র গার্ডিয়ান তাদের সম্পাদকীয়তে লেখেন, ট্রাম্প প্রথম প্রেসিডেন্ট যিনি দৃঢ়ভাবে গোপনে সংবাদমাধ্যমের কাজের ক্ষতিসাধনের নীতি নিয়েছেন, এমনকি সংবাদমাধ্যমের কাজকে বিপজ্জনক করে তুলেছেন।  

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ‘এ ফ্রি প্রেস নিডস ইউ’ শিরোনামে লেখেন, ট্রাম্পের আক্রমণাত্মক বক্তব্য গণতন্ত্রের জন্য বিপজ্জনক।   

দ্য বোস্টন গ্লোব তাদের সম্পাদকীয়তে ‘সাংবাদিকরা শত্রু নয়’ শিরোনামে লেখেন, বোস্টন গ্লোবস একটি স্বাধীন সংবাদমাধ্যম চায়, যা ২০০ বছরের বেশি সময় ধরে আমেরিকানদের মূল চালিকাশক্তি।  

‘এখন এটি ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে’ এমন বক্তব্য দিয়ে বোস্টন গ্লোব বলছে, সংবাদমাধ্যমের ওপর মার্কিন প্রেসিডেন্টের এমন আচরণ ‘বিশ্বব্যাপী স্বৈরাচারী শাসকের ভয়াবহ বার্তা দেয়’।  

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৮
এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।