ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

শক্তিশালী ভূমিকম্পে ফের কাঁপলো লমবোক, মাত্রা ৭.২

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৪, আগস্ট ১৯, ২০১৮
শক্তিশালী ভূমিকম্পে ফের কাঁপলো লমবোক, মাত্রা ৭.২ গত সপ্তাহে শক্তিশালী এক ভূমিকম্পে লমবোকে চারশতাধিক মানুষের প্রাণহানি হয়

কয়েক ঘণ্টা ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলে দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। এবার ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ২ বলে জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।

রোববার (১৯ আগস্ট) রাত ৮টা ৫৬ মিনিটে ‍ভূমিকম্পটি আঘাত হানে।  ভূ-পৃষ্ঠ থেকে ভূমিকম্পের গভীরতা ছিলো মাত্র ১ কিলোমিটার।

 প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।

এর আগে রোববার সকালে দ্বীপটিতে ৬ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।  ভূমিকম্পটির গভীরতা ছিলো ৭ দশমিক ৯ কিলোমিটার।

গত ২৯ জুলাই ও ৫ আগস্ট ভূমিকম্প অনুভূত হয় লমবোকে। পর্যটনের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা এ দ্বীপে গত ৫ আগস্ট ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা ৪শ’ ছাড়িয়েছিল। আহত হয়েছিলেন হাজারও মানুষ। আর বাস্তুচ্যুত হয়েছিলেন ১ লাখ ৬৫ হাজারেরও বেশি বাসিন্দা। সে ভূমিকম্পে দ্বীপের প্রায় ৮০ শতাংশ ভবনই ক্ষতিগ্রস্ত হয়। কিছু কিছু ভবন একেবারে ধসেই যায়। পাশাপাশি ভৌগলিকভাবে ১০ ইঞ্চি বেড়ে যায় দ্বীপটি।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৮/আপডেট: ২১৩৫ ঘণ্টা
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।