রোস্তভ-অন-ডন: রাশিয়ার উত্তর কসেসিয় অঞ্চল ভøাদিকভকজের একটি বাজারের কাছে বৃহস্পতিবার একটি গাড়ি বিস্ফোরিত হলে ৫ ব্যক্তি নিহত ও ২০ ব্যক্তি আহত হয়।
তবে এটি কোনো উদ্দেশ্যমূলক হামলা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে বিভিন্ন সময় এ বাজার ও বাজারের আশপাশ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এতে বহু লোকের প্রাণহানিও ঘটে।
ভøাদিকভকজ উত্তর ওসেটিয়ার রাজধানী। এখানে সন্ত্রাসী হামলা হলেও চেচনিয়া ও দাগেস্তানের তুলনায় কম ঘটে থাকে। তবে উত্তর ওসেটিয়ায় সবসময় জাতিগত উত্তেজনা বিরাজ করে।
উত্তর ওসেটিয়া জরুরি মন্ত্রণালয়ের এক মুখপাত্র ওলেগ রুডেনকভ সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে বাজারের কাছে একটি গলিতে বিস্ফোরণ ঘটে।
এদিকে, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্র নিকোলাই মরোজভ বলেন, বিস্ফোরণে ৫ ব্যক্তি নিহত ও কমপক্ষে ২০ ব্যক্তি আহত হয়েছে।
ভøাদিকভকজ বাজারে ১৯৯৯ সালের এক বোমা হামলায় ৫৫ ব্যক্তি, ২০০১ সালের বোমা হামলায় ৬ ব্যক্তি ও ২০০৪ সালের এক বোমা হামলায় ১১ ব্যক্তি প্রাণ হারায়।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১০