ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে একদিনে করোনা শনাক্ত ৩১৭৫, মৃত্যু ৫৫

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২০
পশ্চিমবঙ্গে একদিনে করোনা শনাক্ত ৩১৭৫, মৃত্যু ৫৫ ছবি: প্রতীকী

ঢাকা: ভারতের পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় এসময়কালের সর্বোচ্চ সংখ্যক করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে আরও ৫৫ জনের।

কলকাতার সংবাদ মাধ্যমগুলো জানায়, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা তিন হাজারের কোটায় ঢুকে পড়েছিল আগেই। মঙ্গলবার (১৮ আগস্ট) স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন তিন হাজার ১৭৫ জন। প্রতিদিন সংক্রমণের নিরিখে যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। গত সোমবার (১৭ আগস্ট) এ সংখ্যাটা তিন হাজার ৮০ ও রোববার (১৬ আগস্ট) তিন হাজার ৬৬ ছিল।

এদিন নতুন করে এতো সংখ্যক মানুষ সংক্রমিত হওয়ায় রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ২২ হাজার ৭৫৩ জন। তবে আক্রান্তের সংখ্যা যেমন বেড়ে চলেছে, তেমনই সুস্থতার হার আশা জাগাচ্ছে রাজ্য সরকারকে। সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে ৯২ হাজার ৬৯০ জন করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন, যার মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন দুই হাজার ৯৮৭ জন। ফলে এ মুহূর্তে রাজ্যে সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৭৫.৫১ শতাংশ।

গত দু’দিনের তুলনায় এদিন মৃত্যু বেড়েছে রাজ্যে। সোমবার রাজ্যে ৪৫ জন করোনা রোগী প্রাণ হারিয়েছিলেন। রোববার প্রাণ হারান ৫১ জন করোনা রোগী। এদিন মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৫ জন। সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে দুই হাজার ৫২৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন ২৭ হাজার ৫৩৫ জন।

বাংলাদেশ সময়: ০৩৩৯ ঘণ্টা, আগস্ট ২০২০
এসকে/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।