টোকিও: জাপানের প্রধানমন্ত্রী নাওতা কান মঙ্গলবার দ্বিতীয়বারের মতো দলের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দলের নেতৃত্বের চ্যালেঞ্জে এবারের মতো টিকে গেলেও তাকে নতুন রাজনৈতিক অস্থিরতার মধ্যে পড়তে হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী নাওতা কান মাত্র ৩ মাস আগে জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
তিনি মঙ্গলবার নিজ মধ্য বামপন্থি দল ডেমোক্রেটিক পার্টির (ডিপিজে) প্রেসিডেন্ট পদে পুনর্নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ইচিরো ওজায়াকে হারিয়ে তিনি এ পদে পুনর্বহাল হলেন।
কান দলের সভায় বলেন, ‘আমার প্রতিশ্রুতি মতো বলতে চাই, আমি কোনো পক্ষে নেই। ’
তিনি এ সময় দলের মধ্যে দ্বন্দ্বের অবসান ঘটিয়ে ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন।
৬৩ বছর বয়সী প্রধানমন্ত্রী কান বলেন, ‘আমি দলের সব সদস্যের সহযোগিতা চাই। আমি চাই, সবাই তাদের সব শক্তি দিয়ে দলের জন্য কাজ করবেন। ’
নাওতা কান তার দল ডিপিজে ক্ষমতাসীন হওয়ার প্রথম বার্ষিকী উদযাপনের মাত্র দুদিন আগে দলের ভোটাভুটিতে জয়ী হলেন।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১০