প্যারিস: প্যারিসের আইফেল টাওয়ার মঙ্গলবার শেষের দিকে বোমাতঙ্কে ফাঁকা করে দিয়েছে পুলিশ।
ফ্রান্সের একটি রেডিওর খবরে বলা হয় যে, অজ্ঞাত এক ব্যক্তি টেলিফোনে জানান, আইফেলে টাওয়ারে বোমা পেতে রাখা হয়েছে।
ঘটনার সময় প্রায় আড়াই হাজার পর্যটক আইফেল টাওয়ারে অবস্থান করছিলেন। পুলিশ খবর পাওয়ার পর পর্যটকদের নিরাপদ এলাকায় সরিয়ে নিয়ে যায়। এ সময় মধ্য প্যারিস এলাকা নটর ডেম ক্যাথিড্রাল প্যারিসের কাছে শহরতলির একটি ট্রেনও বোমাতঙ্কে ফাঁকা করে দেওয়া হয়।
পুলিশ জানায়, জিএমটি সময় ১৮৩০ মিনিটে অজ্ঞাতনামা ব্যক্তিটি টেলিফোন করে খবরটি জানায়।
মঙ্গলবার সকালে ফ্রান্সের সিনেট প্রকাশ্যে বোরকা পরা নিষিদ্ধ করে আইন অনুমোদন করে। এ ঘটনার সঙ্গে বোমা পেতে রাখার কোনো সম্পর্ক রয়েছে কিনা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
মুখ দেখা যায় না এমন পোশাক পরে প্রকাশে আসলে দেড়শ ইউরো জরিমানা করার বিধান রাখা হয়েছে অনুমোদিত নতুন আইনে। তবে আগামী বছরের শুরুতে এ আইনটি কার্যকর করা হবে।
বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০