মিরানশাহ: পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের আদিবাসী অঞ্চলে মার্কিন চালক বিহীন বিমান থেকে বুধবার হামলা হয়েছে। এতে কমপক্ষে ১১ জন জঙ্গি নিহত হয়েছে।
একজন উর্ধ্বতন নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, দুটি জঙ্গি ঘাঁটিতে সাতটি ক্ষেপনাস্ত্র হামলা হয়েছে। এতে কমপক্ষে ১১ জন জঙ্গি নিহত হয়েছে। হাক্কানি নেটওয়ার্কের ঘাঁটি লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে।
২৪ ঘণ্টার ব্যাবধানে তৃতীয় বারের মতো পাকিস্তানে মার্কিন ড্রোন হামলা চালানো হলো।
এর আগে মঙ্গলবার উত্তর ওয়াজিরিস্তিানের আদিবাসী শহর মিরানশাহের দারাগ মানদি গ্রামে দুটি হামলা চালালে ১৫ জন জঙ্গি নিহত হয়। ওই এলাকাটি তালেবানের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।
এদিকে গ্রামটিতে মার্কিন চালক বিহীন বিমান হামলা চালানোর সময় মানুষ প্রাণভয়ে চিৎকার করে ছুটাছুটি করতে থাকে বলে নাম প্রকাশ না করার শর্তে একজন আদিবাসী বার্তা সংস্থা এএফপিকে জানান।
২০০৮ সালের পর থেকে ১২৫ টি চালক বিহীন বিমান হামলায় কমপক্ষে ১০৭০ জন নিহত হয়েছে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০