ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

জাতিসংঘের নতুন সংস্থা ‘ইউএন উইমেন’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০
জাতিসংঘের নতুন সংস্থা ‘ইউএন উইমেন’

নিউ ইয়র্ক: নারীদের জন্য একটি নতুন সংস্থার ঘোষণা দিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। বুধবার ইউএন উইমেন নামের ওই সংস্থাটির ঘোষণা দেন তিনি।

সংস্থাটির প্রধানের দায়িত্ব পালন করবেন চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাশেলেট।

নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বান কি মুন বলেন, ‘আমি নিশ্চিত যে, তার (মিশেল ব্যাশেলেট) শক্তিশালী নেতৃত্বে আমরা বিশ্বের লাখ লাখ নারী ও কিশোরীদের জীবন-মান উন্নত করতে পারব। ’

তিনি আরও বলেন, চার বছরের প্রচেষ্টার ফল এই সংস্থাটি। মহাসচিবের দায়িত্ব নেওয়ার পরপরই এটি ছিলো তার অন্যতম মনোযোগের কেন্দ্রবিন্দু।

২০১১ সালের জানুয়ারি থেকে ইউএন উইমেন-এর কার্যক্রম শুরু হবে। সংস্থাটির সঙ্গে ইউএন ডেভেলপমেন্ট ফান্ড ফর উইমেন, দ্য ডিভিশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব উইমেন, দ্য অফিস অব দ্য স্পেশাল অ্যাডভাইজার অন জেন্ডার ইস্যু ও ইউএন ইন্টারন্যাশনাল রিসার্চ অ্যান্ড ট্রেইনিং ইনস্টিটিউট ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব উইমেন নামের সংস্থাগুলো একীভূত হয়ে যাবে।

সংস্থাটির মর্যাদা ইউনিসেফ-এর মতোই। ব্যাশেলেটের পদ উপ-মহাসচিবের।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।