ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

১০০ বার অবরোধ আরোপেও ইরানের ক্ষতি হবে না: আহমাদিনেজাদ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১০
১০০ বার অবরোধ আরোপেও ইরানের ক্ষতি হবে না: আহমাদিনেজাদ

ওয়াশিংটন: ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, ১০০ বার অবরোধ আরোপ করলেও  ইরানের কোনো ক্ষতি হবে না।

ইরানের পরমাণু কর্মসূচির কারণে পশ্চিমা বিশ্বের অবরোধ আরোপের হুমকি প্রসঙ্গে বুধবার যুক্তরাষ্ট্রের এনবিসি টিভিকে দেয়া সাক্ষাৎকারে ইরানি প্রেসিডেন্ট এসব কথা বলেন।



আহমাদিনেজাদ বলেন, ‘আমরা আমাদের প্রয়োজন মেটাতে সক্ষম। ’ তিনি আরও বলেন, ‘যদি মার্কিন প্রশাসন ১০০ বার অবরোধ আরোপ করে এবং ইউরোপ তাদের সঙ্গে যোগ দিয়ে আরও কঠিন অবরোধ আরোপ করতে চায়, তবুও ইরানের কোনো ক্ষতি হবে না। ইরানের অবস্থান এমনই। ’

প্রেসিডেন্ট আরও বলেন, ‘প্রতিবেশী দেশ গত বছর ১০ বারের বেশি হামলার হুমকি দিয়েছে। ’

এদিকে ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহবান জানিয়েছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সুসান রিও।

আহমাদিনেজাদ বুধবার সকালে তেহরানে এনবিসি টিভিকে সাক্ষাৎকারটি দেন। সন্ধায় যুক্তরাষ্ট্রে এটি প্রচার হয়েছে।

পশ্চিমা বিশ্বের অভিযোগ ইরান পরমাণু কর্মসূচিতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম। তবে ইরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি শান্তিপূর্ণ কাজে পরমানু কর্মসূচি ব্যবহার করা হবে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ চতুর্থ বারের মতো ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।