মনটেরি: মেক্সিকোর উত্তরাঞ্চলের নুইভো লিওন রাজ্যের একটি গ্রামে বৃহস্পতিবার সেনাবাহিনীর সঙ্গে অপরাধ চক্রের সদস্যদের সংঘর্ষ হয়েছে। এতে অপরাধ চক্রের ৮ সদস্য নিহত হয়।
এদিকে বুধবার ও বৃহস্পতিবার মেক্সিকো স্বাধীনতার ২০০ বছর উদযাপন করছে। এরই মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটল। সংঘর্ষের পর কিছু এলাকার অনুষ্ঠান বাতিল করেছে কর্তৃপক্ষ।
মেক্সিকোতে মাদক সহিংসতা ভয়বহ আকার ধারন করেছে। সরকার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ও সেনা অভিযান শুরুর পর ২০০৬ সাল থেকে দেশটিতে ২৮ হাজারের বেশি মানুষ মাদক সহিংসতায় প্রাণ হারিয়েছে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১০৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১০