কলকাতা: কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধি বলেছেন, কাশ্মির সমস্যা খুবই কঠিন এবং স্পর্শকাতর। এর সমস্যা সমাধানে আমাদের কাশ্মিরের মুখ্য মন্ত্রী ওমর আবদুল্লাহকে আরও সময় এবং সমর্থণ দেয়া উচিত।
পশ্চিম বঙ্গে তিন দিনের সফরের শেষে সাংবাদিকদের কাছে রাহুল কাশ্মির পরিস্থিতি নিয়ে এসব কথা বলেন।
রাহুল বলেন, ‘সরকার ওমরকে সমর্থন দিচ্ছে। তিনি ন্যাশনাল কাউন্সিলের (এনসি) নেতা এবং এনসিই ঠিক করবে কাশ্মির কারা চালাবে। ’
তিনি আরও বলেন, ‘ওমর তরুন নেতা এবং কাশ্মির খুবই সংঘাতপূর্ণ স্থান। আমি মনে করি ওমর খুবই কঠিন দায়িত্ব পালন করছেন। ’
রাহুল আরও বলেন, ‘ওমরকে আরও গভীরভাবে কাশ্মির সম্পর্কে বুঝতে হবে। বিশেষ করে আর্ম ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্টটি (এএফএসপিএ)। ’
রাহুল দলের সদস্যদের সঙ্গে কাশ্মির যাবেন বলে সাংবাদিকদের জানান।
বাংলাদেশ সময়: ১৩৫০ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১০