কলকাতা: কাশ্মীরের বর্তমান অচলাবস্থা নিয়ে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার পক্ষে দাঁড়ালেন কংগ্রেসের সাধারণ সম্পাদক রাহুল গান্ধি।
বৃহস্পতিবার পশ্চিমবঙ্গে সফরে আসা রাহুল গান্ধি কলকাতার আইটিসি সোনার বাংলা হোটেলে এক সাংবাদিক সম্মেলনে তার সমর্থন ব্যক্ত করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বয়সে যথেষ্ট তরুণ। তার একটু সময়ের দরকার। এই পরিস্থিতি সামাল দেওয়া অত সহজ নয়। চিরন্তন সমস্যার সমাধান করতে সময় লাগে। ওমরের এখন দেশবাসীর সমর্থন প্রয়োজন। ’
এদিন তিনি আরও বলেন, তরুণ মন্ত্রীদের মধ্যে সবচেয়ে কঠিন কাজটি করছেন ওমর। কারণ তিনি যে জায়গায় কাজটি করছেন, সেটি ভারতের সবচেয়ে কঠিন জায়গা।
তিনি এও বলেন, কাশ্মীর সমস্যার কোনো অস্থায়ী সমাধান করে লাভ নেই। এই সমস্যার স্থায়ী সমাধান করতে হবে।
কাশ্মীরে বিতর্কিত নিরাপত্তা আইন নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি এই বিষয়টি নিয়ে মুখ খোলেননি।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৮৫০ ঘণ্টা, ১৬ সেপ্টেম্বর, ২০১০