কলকাতা: ২৪ সেপ্টেম্বর এলাহাবাদ হাইকোর্টের লখনৌ বেঞ্চে বিতর্কিত রামজন্মভূমি-বাবরি মসজিদ মামলার রায়কে সামনে রেখে ব্যাপক দাঙ্গার আশঙ্কায় ভারত সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।
ওই রায়কে কেন্দ্র করে জনগণ যেন দাঙ্গা-হাঙ্গামায় জড়িয়ে না পড়ে সে লক্ষে শুক্রবার বিভিন্ন সংবাদ মাধ্যমে রীতিমতো বিজ্ঞাপন দিয়েছে সরকার।
মনমোহনের আবেদনে বলা হয়েছে, ‘দেশবাসীর কাছে ভারতের মন্ত্রীসভার বিশেষ প্রস্তাব- এই রায়কে সর্বোচ্চ সম্মান জানাতে হবে। একই সঙ্গে মনে রাখতে হবে, এই রায় আইনী প্রক্রিয়ার একটি ধাপ মাত্র। যদি কেউ এ রায়ে সন্তুষ্ট না হন তবে যে কোনও পরবর্তী আইনী পদক্ষেপ নিতে পারেন। এটা মনে রেখে, রায়ের পরবর্তী সময়ে দেশের সব শ্রেণীর জনগণের শান্তি ও ধৈর্য বজায় রাখা দরকার। জনগণের অনুভূতিকে আহত করতে পারে, কারও পে এমন কোনও প্রয়াসে লিপ্ত হওয়া উচিত নয়। ’
জানা গেছে, আগামী দু’এক দিনের মধ্যে প্রস্তাবটি আরো ব্যাপকভাবে দেশবাসীর কাছে প্রচারের উদ্যোগ নিয়েছে ভারত সরকার।
বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ১৮ সেপ্টেম্বর, ২০১০