কাবুল: যুদ্ধ বিদ্ধস্ত আফগানিস্তানে শনিবার সকালে সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এর মধ্যেই একটি ভোট কেন্দ্রে হামলা চালিয়েছে বিদ্রোহীরা।
আফগাসিস্তানের পূর্বাঞ্চলে মোহাম্মাদ দাউদ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে শনিবার ভোর ৪ টায় ক্ষেপনাস্ত্র হামলা হয়েছে।
২০০১ সালে তালেবানদের ক্ষমতাচ্যুত করার পর দেশটিতে দ্বিতীয়বারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
বার্তা সংস্থা এএফপি’র একজন প্রতিবেদক ভোট কেন্দ্র থেকে জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৭ টায় ভোট শুরু হয়েছে।
ভোটগ্রহণ নিরাপদ করতে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে, ভোটকেন্দ্রে নাশকতা মূলক সন্ত্রাসী হামলা চালানো হবে , তালেবান বিদ্রোহীদের এধরনের হুমকির পর নিরাপত্তা বাহিনী বিশেষ সতর্ক অবস্থায় রয়েছে।
বিদ্রোহীরা বলেছে, নির্বাচন কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরাই হবে তাদের প্রধান লক্ষ্য।
বাংলাদেশ স্থানীয় সময়: ১১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০