ঢাকা, বুধবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

আফগানিস্তানে ভোটগ্রহণ শুরু, কেন্দ্রে হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৩, সেপ্টেম্বর ১৮, ২০১০
আফগানিস্তানে ভোটগ্রহণ শুরু, কেন্দ্রে হামলা

কাবুল: যুদ্ধ বিদ্ধস্ত আফগানিস্তানে শনিবার সকালে সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এর মধ্যেই একটি ভোট কেন্দ্রে হামলা চালিয়েছে বিদ্রোহীরা।

হামলায় দুই নির্বাচন কর্মকর্তাসহ তিনজন আহত হয়েছেন।

আফগাসিস্তানের পূর্বাঞ্চলে মোহাম্মাদ দাউদ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে শনিবার ভোর ৪ টায় ক্ষেপনাস্ত্র হামলা হয়েছে।

২০০১ সালে তালেবানদের ক্ষমতাচ্যুত করার পর দেশটিতে দ্বিতীয়বারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বার্তা সংস্থা এএফপি’র একজন প্রতিবেদক ভোট কেন্দ্র থেকে জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৭ টায় ভোট শুরু হয়েছে।

ভোটগ্রহণ নিরাপদ করতে দেশজুড়ে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, ভোটকেন্দ্রে নাশকতা মূলক সন্ত্রাসী হামলা চালানো হবে , তালেবান বিদ্রোহীদের এধরনের হুমকির পর নিরাপত্তা বাহিনী বিশেষ সতর্ক অবস্থায় রয়েছে।

বিদ্রোহীরা বলেছে, নির্বাচন কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরাই হবে তাদের প্রধান লক্ষ্য।

বাংলাদেশ স্থানীয় সময়: ১১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।