ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীর আবারও উত্তাল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০
কাশ্মীর আবারও উত্তাল

শ্রীনগর: ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে শনিবার আরও একজন বিক্ষোভকারী নিহত হওয়ার পর নতুন করে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা এসময় ‘ভারত ফিরিয়ে যাও’, ‘আমরা স্বাধীনতা চাই’ বলে স্লোগান দিতে থাকে।



চলতি সপ্তাহে নিরাপত্তা বাহিনীর গুলিতে আহত যুবক শনিবার সকালে চিকিৎসারত অবস্থায় হাসপাতালে মারা গেছেন।

শনিবার শিশু ও মহিলারাও রাস্তায় বিক্ষোভে অংশ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে গত ছয় দিন ধরে কারফিউ বলবৎ রেখেছে কর্তৃপক্ষ।

সর্বশেষ শুক্রবার ছয়টি স্থানে সহিংসতায় বিক্ষোভকারীদের তিনজন নিহত এবং ২৩ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

১১ জুন ১৭ বছরের এক ছাত্র নিহত হওয়ার পর থেকে কাশ্মীরে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে। তিন মাসে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শিশুসহ নিহত হয়েছেন ৯৮ জন। সংঘর্ষে একজন পুলিশ ও নিহত হন।

সহিংস ঘটনায় পাকিস্তান অস্ত্র দিয়ে বিদ্রোহীদের সাহায্য করছে বলে অভিযোগ করেছে ভারত ।
অন্যদিকে, পাকিস্তান এ অভিাযোগ অস্বীকার করেছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১২৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।