ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দামেস্কে আসাদ-আহমাদিনেজাদ বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০

দামেস্কাস: ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এবং সিরিয়ার প্রেসিডেন্ট বশির আল-আসাদ শনিবার দামেস্কে বৈঠক করেছেন। ইসরায়েলে-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ার বিষয়ে মার্কিন মুখপাত্রের সঙ্গে বৈঠকের দুই দিন পর দুই নেতার মধ্যে ওই বৈঠক অনুষ্ঠিত হলো।



ধারণা করা হচ্ছে সিরিয়ার সঙ্গে সম্পর্ক ঘনিষ্ট করতে চায় ইরান। সে লক্ষ্যেই আলোচনা হয়েছে।

সিরিয়া সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, আহমাদিনেজাদ এবং আসাদ দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক ইস্যু নিয়ে কথা বলেছেন। একই সঙ্গে তারা প্রতিবেশি ইরাক সরকারের সঙ্গে সমস্যা সমাধানের বিষয়েও আলোচনা করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত বছর ক্ষমতা গ্রহণের পর সিরিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পুনঃস্থাপন করতে আগ্রহ প্রকাশ করেন। মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন মুখপাত্র জর্জ মিশেলও গত বৃহস্পতিবার দামেস্কে প্রেসিডেন্ট আসাদের সঙ্গে বৈঠক করেছেন।

মিশেল জানান, তিনি প্রেসিডেন্ট আসাদকে নিশ্চিত করেছেন ফিলিস্তিন-ইসরায়েলের শান্তি চুক্তিকে যুক্তরাষ্ট্র ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করবে না।  

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।