ব্যাংকক: থাইল্যান্ডে ২০০৬ সালে থাকসিন সিনাওয়াত্রা সরকার পতন ও মে মাসের সামরিক অভিযানের বিরুদ্ধে রোববার সমাবেশ করবে লাল জামাধারী বিদ্রোহীরা।
চার বছরপূর্তি উপলক্ষে ব্যাংকক ও চিয়াং মাই শহরে ওই সমাবেশ আয়োজন করা হয়েছে।
সহিংসতা এড়াতে দুটি শহরের নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করেছে কর্তৃপক্ষ। ব্যাপক সংখ্যক নিরাপত্তা কর্মী ও সেনা মোতায়েন করা হয়েছে।
লাল জামা দলের নেতারা আশা করেন চিয়াং মাই শহরে ১০ হাজার সমর্থক বিক্ষোভে অংশ নেবেন। সরকারি ভাবে ধারণা করা হয়েছে একহাজার লোক সমাবেশে যোগ দিতে পারে।
এদিকে ব্যাংককে নিহতদের স্মরণে ১০ হাজার লাল বেলুন উড়ানো পরিকল্পনা করা হয়েছে।
সমাবেশ সম্পর্কে উপপ্রধান মন্ত্রী সুদেপ থাংসোয়াবান বলেন, ‘যদি বিদ্রোহীরা সহযোগীতা করে, তবে কোনো সমস্যা হবে না’।
২০০৬ সালে দুইমাস স্থায়ী বিদ্রোহে নেতৃত্ব দেওয়ার জন্য ১৯ জন লালজামা দলের নেতাকে আটক করা হয়েছে।
লালজামা ধারীদের দুইমাসের বিদ্রোহে ২০০৬ সালের অভিযানে ৯১ জন নিহত এবং ১ হাজার ৯০০ জন আহত হন।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১০