ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরাকে গাড়িবোমা হামলায় নিহত ২৯

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১০
ইরাকে গাড়িবোমা হামলায় নিহত ২৯

বাগদাদ: ইরাকের রাজধানী বাগদাদের আবাসিক এলাকায় রোববার দুটি গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ২৯ জন নিহত ও ১১১ জন আহত  হয়েছেন। বার্তা সংস্থা এএফপি ও নিরাপত্তা কর্মকর্তা একথা জানান।



নিরাপত্তা কর্মীরা জানান, বাগদাদের উত্তরাঞ্চলে আদেন নামক স্থানে এবং পশ্চিমাঞ্চলের মানসুর শহরে  রোববার সকাল ১০টা ১০ মিনিটে হামলা দুটি ঘটে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা  জানানম আদেন এলাকায় নিহতের সংখ্যা ১৯-২৯ জন হতে পারে। অন্যদিকে মানসুরে ১০ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তিনি আশঙ্কা করছেন।

গাড়ি বোমা হামলায় কয়েকটি গাড়ি জ্বলে গেছে, দুটি বাড়ি ধ্বংস হয়েছে এবং আরও কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী ২০০৮ সালের পর থেকে ইরাকে জুলাই এবং আগস্ট মাসে সব থেকে বেশি মানুষ নিহত হয়েছেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।