নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে সোমবার বিশ্বনেতাদের অংশগ্রহণে জাতিসংঘ সম্মেলন শুরু হয়েছে। দারিদ্র বিমোচন, লাখ লাখ শিশুর মৃত্যু এড়ানো ও সমতা প্রতিষ্ঠায় নতুন উপায় বের করতে এই আয়োজন করা হয়েছে।
আগামী বুধবার সম্মেলন শেষ হবে। বারাক ওবামা সম্মেলনের সমাপ্তি ভাষণ দেবেন।
বিশ্বনেতাদের মধ্যে আরও রয়েছেন, ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি, চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও ও ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।
বিশ্বনেতারা সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) সঠিক পথে ফিরিয়ে আনতে তাদের নিজ নিজ পরিকল্পনা তুলে ধরবেন এ সম্মেলনে।
তবে বেশিরভাগ বিশেষজ্ঞ জানাচ্ছেন, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যগুলোর কোনোটাই পূরণ করা সম্ভব নয়। এগুলোর মধ্যে রয়েছে, চরম দরিদ্র মানুষের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা, পাঁচ বছর বা তারও কম বয়সী শিশুমৃত্যুর হার দুই-তৃতীয়াংশে কমিয়ে আনা ও বিশ্বের দরিদ্রদের মধ্যে ইন্টারনেট পৌঁছে দেওয়া।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন জানান, এমডিজিকে নতুন জীবন দিতে আরও অর্থ ও রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন।
আশা করা হচ্ছে, এমডিজি তহবিল গঠনে ইউরোপীয় ইউনিয়ন ১০০ কোটি ও শিক্ষার জন্য বিশ্বব্যাংক ৭৫ কোটি মার্কিন ডলার সহায়তার ঘোষণা দেবে।
সম্মেলনের কয়েকদিন আগে এএফপির সঙ্গে সাক্ষাৎকারে বান কি মুন বলেন, ‘আমি জানি এমডিজি নিয়ে সংশয় রয়েছে। তবে কোটি কোটি মানুষকে দারিদ্র থেকে মুক্ত করতে বিশ্বেনেতাদের দেওয়া এটি একটি প্রতিশ্রুতি, একটি পথ-নক্সা। এটা অবশ্যই রক্ষা ও বাস্তবায়ন করতে হবে। ’
এই সম্মেলনে বিভিন্ন দেশের ১৪০ জন রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান লক্ষ্যগুলোর প্রয়োজনীয়তার ওপর ঘোষণা দেবেন। সার্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জন, এইডস-এর বিস্তার রোধ করা ও নারীর ক্ষমতায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া ইত্যাদি রয়েছে লক্ষ্যগুলোর মধ্যে।
বাংলাদেশ স্থানীয় সময়: ১০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০