কলকাতা: অযোধ্যার রামমন্দির-বাবরি মসজিদ স্বত্ব নিয়ে রায় ঘোষণার দিন সমাগত। এ পরিপ্রেক্ষিতে ভারতীয় মুসলমানদের সংযত থাকার আহবান জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সনোল ল’ বোর্ড।
কমিটির আহ্বায়ক এস আর ইলিয়াস সাংবাদিকদের জানান, সোমবার সারা দেশের মুসলমানের বার্তা পাঠানো হচ্ছে। এতে বলা হয়েছে, রায় যা-ই হোক-তার জন্য কোনও উচ্ছ্বাস-আনন্দ বা দুঃখ ও রাগের প্রকাশ ঘটানো চলবে না।
তিনি আরও বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে বিঘ্ন ঘটানোর জন্য কোনো মহলের অপচেষ্টাকে সহ্য করা হবে না বলে সরকারের পক্ষ থেকে বিবৃতি জারি করা উচিত। ’
কমিটির পক্ষ থেকে রোববার রাতে বৈঠক হয়। বৈঠকে রায়ের পর এর প্রভাব নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সৈয়দ সাহাবুদ্দিন, কামাল ফারুকি, জাফর ইয়ার গিলানি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০