বার্মিংহাম: ব্রিটেনে চারদিনের ঐতিহাসিক সফর শেষ করেছেন পোপ ষোড়শ বেনেডিক্ট।
রোববার সন্ধ্যা গ্রিনিচ সময় ১৭৪৫টায় পোপ ইংল্যান্ডের বার্মিংহাম থেকে রোমের উদ্দেশ্যে রওনা হন।
বেনেডিক্ট ইংল্যান্ড ত্যাগের প্রস্তুতি নেওয়ার পর প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তাঁকে ধন্যবাদ জানান। তিনি বলেন, পোপ জনগণকে অন্যদের সাহায্য করার উপায় ভাবতে শিখিয়েছেন।
ক্যামেরন বিমান বন্দরে পোপকে বিদায় জানানোর সময় বলেন, ‘আপনি পুরো দেশকে জেগে থেকে ভাবতে শিখিয়ে গেলেন, যা একমাত্র ভালো ব্যাপার হতে পারে। ’
ব্রিটেনে রাষ্ট্রীয় সফরকালে শনিবার নিপীড়নের শিকার হওয়া পাঁচ ব্রিটিশ নাগরিকের সঙ্গে সাক্ষাৎ করেন পোপ। এসময় তিনি ঘটনার জন্য তাদের কাছে ‘গভীর দুঃখ’ প্রকাশ করেন। তারা শিশু বয়সে যাজকদের যৌন নিপীড়নের শিকার হন।
মূলত কয়েক বছর ধরে অব্যাহত এ কেলঙ্কারির ঘটনা নিয়ন্ত্রণে ক্যাথলিক খ্রিস্টান ও পুরো বিশ্বকে গির্জার আন্তরিকতা প্রকাশের অংশ হিসেবেই পোপ এ সফর করেন।
১৯৮২ সালে পোপ জন পলের পর ষোড়শ বেনেডিক্ট প্রথম যাজক যিনি ব্রিটেনে রাষ্ট্রীয় সফর করলেন। যদিও পোপ জন পল সেসময় ব্রিটেনের যাজকদের সঙ্গে সাক্ষাৎ করেন।
বাংলাদেশ স্থানীয় সময়: ১৫০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০