ঢাকা, বুধবার, ২৬ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

অস্ত্রোপচারের পর ম্যান্ডেলার অবস্থা স্থিতিশীল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৩, ফেব্রুয়ারি ২৫, ২০১২
অস্ত্রোপচারের পর ম্যান্ডেলার অবস্থা স্থিতিশীল

ঢাকা: দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তার অবস্থা এখন স্থিতিশীল বলে নিশ্চিত করেছেন তার চিকিৎসকরা।

তবে কোন অঙ্গে অস্ত্রোপচার হয়েছে তা জানানো হয়নি।

দক্ষিণ আফ্রিকার সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ম্যান্ডেলা দীর্ঘ দিন থেকে পেটের সমস্যায় ভুগছিলেন। শুক্রবার রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বিশেষ চিকিৎসা দরকার রয়েছে তার।

সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, সাবেক মহান নেতার আত্মা অত্যন্ত শক্তিশালী এবং তিনি ভাল আছেন।

বর্তমানে ৯৩ বছর বয়সী বর্ণবাদ বিরোধী এই কৃষ্ণাঙ্গ নেতা সাম্প্রতিক বছরগুলোতে নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন। ইদানীং তার স্বাস্থ্যের মারাত্মক অবনতি হয়েছে।

এদিকে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমার কার্যালয় থেকে এক বিবৃতি জানানো হয়েছে, দক্ষিণ আফ্রিকা এবং বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ এই মহান ব্যক্তির দ্রুত রোগমুক্তি এবং শুভকামনা জানিয়েছে। সেই সঙ্গে ম্যান্ডেলার পরিবারের জন্য গোপনীয়তা সংরক্ষণের অনুরোধও জানিয়েছে শুভাকাঙ্ক্ষিরা।

তবে বিবৃতিতে জানানো হয়নি যে, ম্যান্ডেলাকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবশ্য, কিছু অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে, রাজধানী প্রেটোরিয়ার একটি সামরিক হাসপাতালে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।