ঢাকা, সোমবার, ১৭ ভাদ্র ১৪৩২, ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

রুশ হামলা: যেভাবে জীবন চলছে কিয়েভে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৮, মার্চ ১১, ২০২২
রুশ হামলা: যেভাবে জীবন চলছে কিয়েভে ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে রুশ বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। ওই এলাকাগুলোর সুপারমার্কেটগুলোতে পণ্যের মজুদ প্রায় শেষ হতে চলেছে।

শহরের নাগরিকদের অনেকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছেন। অনেকে বোমা হামলা থেকে বাঁচতে মাটির নিচে মেট্রো স্টেশনগুলোতে অবস্থান নিয়েছেন।

উভয় দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলে এলেও ইউক্রেনে বোমাবর্ষণ অব্যাহত রেখেছে রুশ বাহিনী। নতুন নতুন শহরে হামলা শুরু করেছে তারা।


ছবি ১: কিয়েভের সুপারমার্কেটগুলোতে পণ্যের মজুদ প্রায় শেষ হতে চলেছে


ছবি ২: কিয়েভের রাস্তায় এক ইউক্রেনীয় সৈন্য রুশ বাহিনীর ওপর মলোটভ ককটেল ছুঁড়ে মারছেন


ছবি ৩: বোমাবর্ষণ থেকে বাঁচতে কিয়েভের আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশনে থাকছেন অনেক নাগরিক


ছবি ৪: যুদ্ধে নিহত ইউক্রেনীয় এক সেনার অভিভাবকরা দাঁড়িয়ে রয়েছেন সন্তানের কফিনের সামনে

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।