ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

আন্তর্জাতিক

ইউক্রেন সংকট

এবার রাশিয়া ছাড়ছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৪, মার্চ ১২, ২০২২
এবার রাশিয়া ছাড়ছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো

পশ্চিমাদের দেওয়া নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া হিসেবে রাশিয়া ছাড়ার ঘোষণা দিয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তামাক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি)।

শুক্রবার (১১ মার্চ) প্রতিষ্ঠানটি জানিয়েছে, রাশিয়া থেকে তারা চলে যাবে।

কর্মীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে তারা এ সিদ্ধান্ত নিয়েছে।

যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইউই) এবং ব্রিটেন মস্কোর ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়ার জেরে পশ্চিমা কোম্পানিগুলো রাশিয়া থেকে বেরিয়ে যাচ্ছে। তবে রাশিয়ার সরকারি একটি কমিশন চলতি সপ্তাহে প্রথম একটি পদক্ষেপের অনুমোদন দিয়েছে। তাতে বলা হয়েছে, রাশিয়া ছেড়ে চলে যাওয়া বিদেশি সংস্থাগুলোর সম্পদ জাতীয়করণ করা হবে।

বিএটির প্রধান নির্বাহী কর্মকর্তা কিংসলে হুইটন বলেন, ব্যবসা থেকে সরে যাওয়া, বিক্রয় বা উৎপাদন বন্ধ করা রাশিয়ায় অপরাধ হিসেবে গণ্য হবে। ফলে কোম্পানিকে দেউলিয়া ঘোষণা করা হবে। এ জন্য ব্যবস্থাপনার দায়িত্বে থাকা স্থানীয়দের আইনের আওতায় আনা হতে পারে।

তিনি বলেন, সচেতনভাবে আমাদের লোকজনকে অপরাধমূলক প্রতিক্রিয়ার মুখোমুখি দাঁড় করাতে পারি না।

রাশিয়ায় বিএটির প্রায় আড়াই হাজার কর্মী রয়েছেন। বিএটির প্রধান নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন দেশটি থেকে অন্য কোথাও ব্যবসা সরিয়ে নেওয়া পর্যন্ত কর্মীদের বেতন দেওয়া অব্যাহত থাকবে।

রাশিয়ার তামাকের বাজারের এক-চতুর্থাংশের কাছাকাছি দখলে রয়েছে বিএটির।

প্রতিষ্ঠানটি রাশিয়া ছেড়ে গেলে বড় ধরনের রাজস্ব হারাবে মস্কো। অন্যদিকে ক্ষতির মুখে পড়েছে বিএটি। এরই মধ্যে প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য ১ শতাংশ কমে গেছে।

সূত্র: রয়টার্স

বাংলাদেশ সময়: ২২২৪ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।