ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

১০০ টাকায় মিলছে জেলেনস্কি চা!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০২২
১০০ টাকায় মিলছে জেলেনস্কি চা!

অভিনব এক পদক্ষেপ নিয়েছে আসামের এক চা প্রস্তুতকারক সংস্থা। অ্যারোমিকা টি নামের প্রতিষ্ঠানটি তাদের নতুন সিটিসি চায়ের নাম রেখেছে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নামে।

অ্যারোমিকা টি‘র পরিচালক রঞ্জিত বড়ুয়া সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধে জেলেনস্কির বীরত্ব এবং সাহসকে সম্মান জানাতে এ সিদ্ধান্ত নিয়েছেন তারা।

গত ১৬ মার্চ চালু হওয়া এ চা সম্পর্কে রঞ্জিত বড়ুয়া বলেন, যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে পালানোর মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন জেলেনস্কি। তার মতে, ফ্রি রাইড নয়, ইউক্রেনের দরকার গোলাবারুদ। তার চরিত্রের এই দৃঢ়তা এবং আমাদের সিটিসি চায়ের মধ্যে একটা মেলবন্ধন করার চেষ্টা করেছি।

প্রায় দুই দশক ধরে চা তৈরি করে আসছে গুয়াহাটির প্রতিষ্ঠানটি। তাদের মতে, এবার নতুন এক ধরনের চা তৈরি করেছে তারা, যাতে অর্থোডক্স চায়ের ফ্লেভার রয়েছে। আছে সিটিসি চায়ের স্ট্রং স্বাদ। ঠিক এই দিকটির সঙ্গেই মিল জেলেনস্কির চরিত্রের। তাই নতুন চায়ের নাম রাখা হয়েছে ‘জেলেনস্কি, রিয়েলি স্ট্রং’।

আপাতত এই চা প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে পাওয়া যাবে। ই-কমার্স সাইটগুলোতে পাওয়া যাবে সপ্তাহ দুয়েকের মধ্যেই। চায়ের ২০০ গ্রামের প্যাকেটের দাম ধার্য করা হয়েছে ৯০ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ১০০ টাকারও বেশি।

প্রসঙ্গত, রুশ আগ্রাসন শুরুর পর ২৪ দিনের মতো যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেনীয় সেনারা। রাশিয়ার হামলায় ইউক্রেন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এতে বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। দেশটি ছেড়ে প্রায় ৩৩ লাখ মানুষ পাশের দেশগুলোতে আশ্রয় নিয়েছে।

সূত্র: এনডিটিভি, ইন্ডিয়ান এক্সপ্রেস

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।