ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

পাকিস্তানে ফের সহিংসতা, এবার নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৯, ফেব্রুয়ারি ২৮, ২০১২
পাকিস্তানে ফের সহিংসতা, এবার নিহত ১৮

ইসলামাবাদ : পাকিস্তানে বিচ্ছিন্ন সহিংসতায় হতাহতের ঘটনা অব্যাহত। বিগত কয়েকদিনের সহিংসতার ধারাবাহিকতায় এবার পাকিস্তানের উত্তরাঞ্চলীয় এলাকায় একটি যাত্রিবাহী বাসে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।



সশস্ত্র বন্দুকধারীরা মঙ্গলবার একটি যাত্রীবোঝাই বাসে নির্বিচারে গুলি চালিয়ে ১৮ জনকে হত্যা করেছে বলে জানায় কর্তৃপক্ষ। এতে আরো ৭ যাত্রী আহত হন বলে জানায় তারা।

হামলার দায়িত্ব কোনোপক্ষ এখন পর্যন্ত স্বীকার করেনি।

আক্রান্ত বাসটি রাওয়ালপিন্ডি শহর থেকে যাত্রী নিয়ে উত্তরাঞ্চলীয় শহর গিলগিটের উদ্দেশে যাচ্ছিলো। পাকিস্তানের পাবর্ত্যময় কোহিস্তান অঞ্চলটি জঙ্গি তৎপরতার জন্য তেমন আলোচিত না হলেও এটি সংঘাতপূর্ণ সোয়াত উপত্যকার সীমান্তে অবস্থিত।

উত্তর পশ্চিমাঞ্চলীয় অঞ্চলে অবস্থিত সোয়াত এলাকাটি পাকিস্তানি তালেবান বিদ্রোহীদের অভয়ারণ্য বলে পরিচিত।

স্থানীয় পুলিশ প্রধান মোহাম্মদ ইলিয়াস জানান সশস্ত্র ব্যক্তিরা রাস্তার দু’পাশে লুকিয়ে থেকে বাসটির ওপর গুলি শুরু করে।

হামলা কারণ এখনও অস্পষ্ট, তবে ধারণা করা হচ্ছে সম্প্রদায়গত বিবাদের কারণেও বাসটির ওপর হামলা হতে পারে।

বাংলাদেশ সময় : ১৩১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।