আবুজা : নাইজেরিয়ার এক সাবেক গভর্নরকে দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত করেছে একটি ব্রিটিশ আদালত। নাইজেরিয়ার তেলসমৃদ্ধ ডেল্টা প্রদেশের সাবেক এই গভর্নর দায়িত্বে থাকা অবস্থায় কোটি কোটি ডলার আত্মসাতের মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হন।
ব্রিটেনের ইতিহাসে বিরল এই মামলায় জেমস আইবোরি নামের এই সাবেক গভর্নরকে সোমবার অর্থপাচার ও প্রতারণার দায়ে ১০টি পৃথক অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। তবে একই ধরনের অপর ১৩টি অভিযোগ থেকে তিনি নিষ্কৃতি লাভ করেন।
ব্রিটেনের মাটিতে নাইজেরিয়ার রাজনীতিকের দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হওয়ার ঘটনা খুবই বিরল। আগামী এপ্রিল মাসে তার সাজা ঘোষণা হতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
ব্রিটিশ পুলিশ তার বিরুদ্ধে আট বছর গভর্নরের দায়িত্বে থাকা অবস্থায় প্রায় ২৫ কোটি ডলার সমপরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ আনে।
আইবোরি ১৯৯৭ সাল থেকে ২০০৭ পর্যন্ত দু’দফায় নাইজেরিয়ার তেল উৎপাদনকারী ডেল্টা প্রদেশের গভর্নর ছিলেন।
আদালতে আইবোরি স্বীকার করেন, তিনি আরো কিছু সহযোগীর যোগসাজশে রাষ্ট্রের ৩৭ মিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন। টেলিকম কোম্পানি ভি মোবাইলের শেয়ারের সরকারি অংশ বিক্রি বাবদ প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা না দিয়ে তারা আত্মসাৎ করেন।
তার বিরুদ্ধে অভিযোগ আনা হলে তিনি ২০০৭ সালে যুক্তরাজ্য ত্যাগ করেন। সে সময় তার সম্পদ বাজেয়াপ্ত করা হয়। কিন্তু তাকে নাইজেরিয়ায় এক বছর পর গ্রেফতার করা হলেও সেখানে তার বিরুদ্ধে আনা অভিযোগ খারিজ হয়ে যায়। পরবর্তীতে তাকে পুনরায় দুবাইয়ে একটি ব্রিটিশ পরোয়ানার ভিত্তিতে গ্রেফতার করা হয়।
দুবাইয়ে নিজের জন্য একটি ২০ মিলিয়ন ডলার দামের ব্যক্তিগত জেট বিমান কেনার চেষ্টার সময় তিনি গ্রেফতার হন।
এর আগেও ১৯৯১ সালে একটি ব্রিটিশ সুপার স্টোরে কর্মরত থাকা অবস্থায় তিনি তার স্ত্রীসহ অভিযুক্ত হন। তিনি সুপারস্টোরটিতে ক্যাশিয়ার হিসেবে কাজ করতেন।
আইবোরির জব্দ করা সম্পত্তি ডেল্টা রাজ্যের জনগণকে ফেরত দেওয়ার নির্দেশ দেয় আদালত।
এই মামলার ঘটনা, দুর্নীতিগ্রস্ত আফ্রিকান রাষ্ট্র নাইজেরিয়ার শাসক শ্রেণীর অনৈতিক কর্মকাণ্ড সামনে নিয়ে আসলো। আফ্রিকার সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী এই রাষ্ট্রের একটি ক্ষুদ্র শাসক শ্রেণীর বিলাসী জীবনযাপনের বিপরীতে দেশটির প্রায় ১৪ কোটি মানুষ দারিদ্র্যের মধ্যে জীবন কাটায়। তারা তাদের মৌলিক চাহিদা থেকেও বঞ্চিত। অথচ তেল বিক্রির টাকায় দেশটির শাসক চক্র পশ্চিমা দেশগুলোতে ভোগ বিলাসে লিপ্ত থাকে।
বাংলাদেশ সময় : ১৩৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১২