বেইজিং : চীনের একটি রাসায়নিক প্লান্টে বিস্ফোরণে কমপক্ষে ১৩ জন নিহত এবং ৪৩ জন আহত হয়েছে। চীনের উত্তরাঞ্চলীয় এলাকার একটি ওষুধ কারখানায় অবস্থিত রাসায়নিক প্লান্টে বিস্ফোরণ ঘটলে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানায় কর্তৃপক্ষ।
স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৯টায় জাও জিয়ান কাউন্টির কায়ের রাসায়নিক কারখানায় এ দুর্ঘটনা সংঘটিত হয় বলে জানায় চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিস্ফোরণের প্রচণ্ডতায় কারখানার একটি অংশ সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয় এবং আশপাশের দু’কিলোমিটারের মধ্যে অবস্থিত ভবনের জানালা ভেঙে যায়। রাসায়নিক দ্রব্য উৎপাদনের সময় সংঘটিত দুর্ঘটনা বিস্ফোরণের কারণ বলে মনে করছে পুলিশ।
স্থানীয় জননিরাপত্তা ব্যুরোর সহকারী প্রধান বলেন, প্লান্টটির আশপাশে তিনটি গ্রামে বিস্ফোরণের ফলে ঝাঁকুনি অনুভূত হয়।
দুর্ঘটনাগ্রস্ত কারখানাটিতে অ্যামোনিয়াম সালফেটসহ অন্যান্য রাসায়নিক যৌগ বাণিজ্যিকভাবে উৎপাদন করা হতো।
বাংলাদেশ সময় : ১৫৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১২