ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

রাশিয়ায় গ্যাস বিস্ফোরণে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৫, ফেব্রুয়ারি ২৮, ২০১২
রাশিয়ায় গ্যাস বিস্ফোরণে নিহত ৬

ঢাকা: রাশিয়ার দক্ষিণাঞ্চলে একটি নয় তলা আবাসিক ভবনে গ্যাস বিস্ফোরণে কমপক্ষে ৬ জন নিহত ও ১২ জন আহত হয়েছে। মঙ্গলবার এ ঘটনা ঘটে।



বিস্ফোরণে ভবনটির একাংশ সম্পূর্ণ বিদ্ধস্ত হয়েছে। ধারণা করা হচ্ছে গ্যাস পাইপ লাইনে ছিদ্র থাকায় অথবা গ্যাস সিলিন্ডার থেকে এ বিস্ফোরণ ঘটতে পারে। উদ্ধারকারীরা ভবনটি থেকে আহতদের উদ্ধার করেছেন। এ ঘটনায় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্থানীয় গ্যাস কোম্পানির কিছু কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের আদেশ দিয়েছেন।

এদিকে সোমবার মস্কো থেকে ৮’শ মাইল দক্ষিণ-পূর্বে অবস্থিত শহর আসট্রাকানে আরেকটি পৃথক বিস্ফোরণে ৫ জন নিখোঁজ রয়েছে। রাশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এ বিস্ফোরণের কথা স্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।