ঢাকা: থাইল্যান্ডের সবচেয়ে বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও হলুদ শার্ট গ্রুপের প্রতিষ্ঠাতা মিডিয়া মুঘল সন্ধি লিমথংকুলকে অর্থ জালিয়াতির অভিযোগে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
মঙ্গলবার রাজধানীর ব্যাংককের ফৌজদারি আদালত তাকে এ দণ্ড দেন।
ফৌজদারি আদালত তাকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ আইন লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন। ১৯৯০-এর দশকে সন্ধি এ অপরাধ করেন। এ কারণে তাকে সর্বোচ্চ কারাদণ্ড দেওয়া হয়।
৬৪ বছর বয়সী এ ধনকুবেরের আইনজীবী সুওয়াত আপাইপাক জানান, তার মক্কেল এ রায়ের বিরুদ্ধে আপিল করছেন এবং তিন লাখ ৩০ হাজার মার্কিন ডলারের মুচলেকায় জামিন পেয়েছেন।
থাইল্যান্ডের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সন্ধির বিরুদ্ধে ভুয়া কাগজপত্র দেখিয়ে প্রায় তিন কোটি ৬ লাখ মার্কিন ডলার ঋণ নেওয়ার অভিযোগ আনে।
বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১২