ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

থাই হলুদ শার্ট প্রতিষ্ঠাতার ২০ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩১, ফেব্রুয়ারি ২৯, ২০১২
থাই হলুদ শার্ট প্রতিষ্ঠাতার ২০ বছরের কারাদণ্ড

ঢাকা: থাইল্যান্ডের সবচেয়ে বিতর্কিত রাজনৈতিক ব্যক্তিত্ব ও হলুদ শার্ট গ্রুপের প্রতিষ্ঠাতা মিডিয়া মুঘল সন্ধি লিমথংকুলকে অর্থ জালিয়াতির অভিযোগে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

মঙ্গলবার রাজধানীর ব্যাংককের ফৌজদারি আদালত তাকে এ দণ্ড দেন।

সন্ধির প্রতিষ্ঠিত হলুদ শার্ট ‘মার্কা’ রাজনৈতিক দল দেশটির সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে ২০০৬ সালে ক্ষমতাচ্যুত করতে ভূমিকা রেখেছে। পরে থাকসিনের সমর্থকেরা লাল শার্ট নামের পরিচিতি পায় রাজপথের আন্দোলনে।

ফৌজদারি আদালত তাকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ আইন লঙ্ঘনের অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন। ১৯৯০-এর দশকে সন্ধি এ অপরাধ করেন। এ কারণে তাকে সর্বোচ্চ কারাদণ্ড দেওয়া হয়।

৬৪ বছর বয়সী এ ধনকুবেরের আইনজীবী সুওয়াত আপাইপাক জানান, তার মক্কেল এ রায়ের বিরুদ্ধে আপিল করছেন এবং তিন লাখ ৩০ হাজার মার্কিন ডলারের মুচলেকায় জামিন পেয়েছেন।

থাইল্যান্ডের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সন্ধির বিরুদ্ধে ভুয়া কাগজপত্র দেখিয়ে প্রায় তিন কোটি ৬ লাখ মার্কিন ডলার ঋণ নেওয়ার অভিযোগ আনে।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।