ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

অ্যারিজোনার পর মিশিগানেও জয়ী মিট রমনি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০২, ফেব্রুয়ারি ২৯, ২০১২
অ্যারিজোনার পর মিশিগানেও জয়ী মিট রমনি

ওয়াশিংটন: হোয়াইট হাউস প্রত্যাশী রিপাবলিকান নেতা মিট রমনি দলীয় মনোয়ন লাভের যুদ্ধে অন্য প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে এগিয়ে গেলেন। তিনি মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মিশিগান ও অ্যারিজোনা অঙ্গরাজ্যে অনুষ্ঠিত রিপাবলিকান দলীয় মনোয়ন লড়াই বা প্রাইমারির ভোটাভুটিতে জয়লাভ করেন।



মিট রমনি অ্যারিজোনার রিপাবলিকান প্রাইমারিতে ৪৭ শতাংশ কাউন্সিলের সমর্থন পেয়ে জয়লাভ করেছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম।

মঙ্গলবারে অপর অঙ্গরাজ্য মিশিগানে অনুষ্ঠিত প্রাইমারিতেও তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিক স্যান্টোরামকে পরাজিত করেন। মিশিগানে ভোট গণনা শেষে রিক স্যান্টোরামের প্রাপ্ত ৩৭ শতাংশ ভোটের বিপরীতে রমনি পেয়েছেন ৪২ শতাংশ ভোটারের সমর্থন।

মিশিগান অঙ্গরাজ্যে জয়লাভ মিট রমনির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ । তিনি এই রাজ্যেই জন্মলাভ করেন এবং তার বাবা মিশিগানের গর্ভনর ছিলেন।

তবে মনোয়ন যুদ্ধের অপর দুই প্রতিদ্বন্দ্বী সাবেক হাইজ স্পিকার নিউট গিংগ্রিচ ও টেক্সাস থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য রন পল এই দুই রাজ্যের প্রাইমারিতে খুব একটা জোর না দিয়ে পরের সপ্তাহে অনুষ্ঠেয় প্রাইমারিগুলোতেই বেশী মনোনিবেশ করেছেন।

অ্যারিজোনায় গিংগ্রিচের সমর্থন প্রায় ১৬ শতাংশ পক্ষান্তরে রন পলের সমর্থন ৮ শতাংশের কাছাকাছি।

এছাড়া মিশিগানে রন পলের সমর্থন প্রায় ১২ শতাংশ ও ৭ শতাংশ সমর্থন গিংগ্রিচের পক্ষে।

মিশিগানে মিট রমনিকে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্মুখীন হতে হয়। এ রাজ্যের প্রচারাভিযানে তিনি বিজ্ঞাপন বাবদ প্রায় ৪০ লক্ষ ডলার খরচ করেন।

মিট রমনি এর আগে নিউ হ্যাম্পশায়ার ও ফ্লোরিডায় অনুষ্ঠিত প্রাইমারিতে জয়লাভ করেছিলেন। তবে কয়েক সপ্তাহ ধরে তিনি তার অবস্থান ধরে রাখতে কঠোর প্রতিদ্বন্দ্বীতার মুখোমুখি হচ্ছেন।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।