বাগদাদ: ইরাকে গাড়ি বোমা হামলায় তিনজন নিহত হয়েছে। রাজধানী বাগদাদে চালানো এই হামলায় আরো নয় ব্যক্তি আহত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকেই দেশটিতে সহিংসতা বেড়ে গেছে। সহিংসতার বিভিন্ন ঘটনায় এ পর্যন্ত দেশটিতে প্রায় দুই শত লোক নিহত হয়েছে।
গত বৃহস্পতিবারও ইরাকের বিভিন্ন স্থানে বিস্ফোরণ ও বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ৫৫ জন নিহত হয়। এদের মধ্যে অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটে রাজধানী বাগদাদে।
দেশটির জাতীয় সরকারে শিয়া-সুন্নি বিবাদের জের ধরে সংখ্যাগুরু শিয়া সম্প্রদায় ভুক্ত দেশটির প্রধানমন্ত্রী নুরি আল মালিকি, সুন্নি সম্প্রদায়ভুক্ত দেশটির ভাইস প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে উভয় সম্প্রদায়ের ভেতর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরোয়ানা জারির পর ভাইস প্রেসিডেন্ট তারিক আল হাশিমি গ্রেফতার এড়াতে উত্তর ইরাকে অবস্থিত কুর্দি স্বশাসিত অঞ্চলে পালিয়ে যান।
বাংলাদেশ সময়:১৭০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১২