ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

ট্রাফিক পুলিশকে থাপ্পড় মেরে শ্রীঘরে মুখ্যমন্ত্রী মমতার ভাইপো

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৪, ফেব্রুয়ারি ২৯, ২০১২
ট্রাফিক পুলিশকে থাপ্পড় মেরে শ্রীঘরে মুখ্যমন্ত্রী মমতার ভাইপো

নয়াদিল্লি: ক্ষমতার দম্ভ দেখিয়েও অবশেষে পার পেলো না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী  মমতার ভাইপো। অন্যায়ভাবে এক ট্রাফিক পুলিশকে থাপ্পড় মারার ঘটনায় মমতা বন্দোপাধ্যায়ের ভাইপো আকাশ বন্দোপাধ্যায়কে গ্রেফতার করেছে কলকাতার পুলিশ।



কলকাতার অদূরে খিদিরপুরে ট্রাফিক আইন ভঙ্গ করে গাড়ি চালানোর সময় আকাশ বন্দোপাধ্যায়কে থামায় এক ট্রাফিক পুলিশ। তবে থামানোর পরই ওই ট্রাফিক পুলিশ টের পান মমতার ভাইপোর ক্ষমতার আঁচ। গাড়ি থামানোর অপরাধে আকাশ এবং তার অপর দুই সঙ্গী ওই ট্রাফিক পুলিশকে মারধোর শুরু করে বলে জানায় সংবাদমাধ্যম।

পরে ওই তিনজনকে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়। অভিযুক্তের সঙ্গে মমতা বন্দোপাধ্যায়ের আত্মীয়তা নিশ্চিত হওয়ার পর কোন অভিযোগ গঠন ছাড়াই তাকে সসম্মানে ছেড়ে দেয় পুলিশ।

তবে স্থানীয় মিডিয়ায় এ নিয়ে হইচই শুরু হলে অবশেষে পুলিশ আকাশ বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়:১৭৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।