ঢাকা, বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩২, ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮ রবিউল আউয়াল ১৪৪৭

আন্তর্জাতিক

আটক আল কায়েদা নেতার নাম নিয়ে বিভ্রান্তি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৩, ফেব্রুয়ারি ২৯, ২০১২
আটক আল কায়েদা নেতার নাম নিয়ে বিভ্রান্তি

ঢাকা: মিশরের রাজধানী কায়রোতে বিমান বন্দরে আটক আল কায়েদা নেতার প্রকৃত নাম পরিচয় নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে।

বুধবার এর আগে আল কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনের নিরাপত্তা প্রধান সাইফ আল আদেলকে আটকের খবর প্রকাশিত হয়।

কিন্তু এখন বলা হচ্ছে, তিনি আসলেই যুক্তরাষ্ট্রের মোস্ট ওয়ামেন্টড সাইফ আল আদেল কিনা তা নিয়ে সেন্দহ দেখা দিয়েছে।

মিশরীয় নাগরিক সাইফের আসল নাম মোহাম্মদ ইবরাহিম মাক্কাবি। এ নামটি যুক্তরাষ্ট্রের তালিকায়ও রয়েছে।

কিন্তু এক ব্যক্তি সাংবাদিকদের বলেছেন, আটক ব্যক্তির নামও মোহাম্মদ ইবরাহিম মাক্কাবি এবং তিনি এক সময় আল কায়েদার সদস্যও ছিলেন। কিন্তু তিনি সাইফ আল আদেল নন।

১৯৯৮ সালে কেনিয়া এবং তানজানিয়ায় মার্কিন দূতাবাসে বোমা হামলার জন্য আদেল দায়ী বলে দাবি করে যুক্তরাষ্ট্র। এর তাকে ধরার জন্য ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করে মার্কিন সরকার।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।