ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

দখল না করে পাকিস্তানকে দাস বানিয়েছে যুক্তরাষ্ট্র: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, মে ১৬, ২০২২
দখল না করে পাকিস্তানকে দাস বানিয়েছে যুক্তরাষ্ট্র: ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

দখল না করে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে দাস বানিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান। সেই সঙ্গে পাকিস্তানের বর্তমান সরকারকে ‘আমদানি করা সরকার’ বলেও আখ্যায়িত করেছেন তিনি।

রোববার (১৫ মে) পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদে এক র‍্যালিতে অংশ নিয়ে তিনি বক্তব্য দেন।  

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইর প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাচ্যুত হওয়ার পরই পাকিস্তানের বিভিন্ন শহরে র‍্যালি করছেন ৬৯ বছর বয়সী ইমরান খান। এ সব র‍্যালিতে তিনি অভিযোগ করে বলছেন, ‘পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বিশ্বাসঘাতক এবং দুর্নীতিবাজ। যুক্তরাষ্ট্রই তাকে ক্ষমতায় এনেছে। ’ 

র‍্যালিতে ইমরান খান বলেন, ‘যুক্তরাষ্ট্র দখল না করে পাকিস্তানকে দাস বানিয়েছে। আমদানি করা সরকারকে পাকিস্তানের জনগণ কখনোই মেনে নেবে না। ’

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র একটি আত্মকেন্দ্রিক দেশ যে নিজের স্বার্থ না দেখে অন্যকে সাহায্য করে না। ’

ইমরান খান বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো-জারদারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের কাছে অর্থের জন্য ভিক্ষা করবেন যাতে আমি ক্ষমতায় না আসতে পারি। ’

 প্রসঙ্গত, আগামী বুধবার (১৮ মে) নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাওয়া বৈশ্বিক খাদ্য নিরাপত্তা বিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠকে পাকিস্তানের অংশগ্রহণের জন্য ব্লিঙ্কেন আমন্ত্রণ পাঠিয়েছেন।  

 বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, মে ১৬, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।