ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিলিপাইনে ফেরিতে অগ্নিকাণ্ড, নিহত ৭ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, মে ২৩, ২০২২
ফিলিপাইনে ফেরিতে অগ্নিকাণ্ড, নিহত ৭  ফিলিপাইনে ফেরিতে অগ্নিকাণ্ড

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার (২৩ মে) এই দুর্ঘটনা ঘটে।

এই ঘটনায় আরও সাতজন নিখোঁজ রয়েছেন। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।  

ফিলিপাইনের কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হয়, রাজধানী ম্যানিলা থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বে কুইজন প্রদেশের রিয়াল বন্দরে পৌঁছানোর ঠিক আগে এমভি মারক্রাফ্ট ২ ফেরিতে আগুন ধরে যায়। ফেরিটিতে ১৩৪ জন যাত্রী ছিল। এটি স্থানীয় সময় সকাল ৫টার দিকে পোলিলিও দ্বীপ ছেড়ে যায়।  অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।  

 কোস্টগার্ডের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়, নিহতদের মধ্যে পাঁচজন নারী ও দুজন পুরুষ রয়েছেন। এরই মধ্যে ১২০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে।  
 
 কোস্টগার্ডের শেয়ার করা ছবিগুলোতে দেখায় যে লাইফ ভেস্টে লোকজন উদ্ধারের অপেক্ষায় সমুদ্রে ভাসছে। এদের মধ্যে অনেকক একটি পণ্যবাহী জাহাজের মাধ্যমে নিরাপদে নিয়ে যাওয়া হয়েছে।  

 ১৯৮৭ সালে ম্যানিলার দক্ষিণে মিনদোরো দ্বীপের উপকূলে অতিরিক্ত যাত্রী বোঝাই ফেরি দোনা পাজের সঙ্গে একটি তেলবাহী ট্যাংকারের সংঘর্ষে প্রায় পাঁচ হাজার লোকের মৃত্যু হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ২৩ মে, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।