ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে সেনা কুচকাওয়াজ অনুষ্ঠানে বোমা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০

তেহরান: ইরানের রাজধানী তেহরানে বুধবার সেনাবাহিনীর কুচকাওয়াজ অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন নিহত ও ৪৭ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে সেনাবাহিনীর দুই কর্মকর্তা রয়েছে।

আহত ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। কর্মকর্তারা এ কথা জানান।

কর্মকর্তারা জানান, পশ্চিম আজারভাইজান রাজ্যের মাহাবাদ শহরের উত্তরপশ্চিমাঞ্চলে সেনা কুজকাউয়াজ চলাকালে প্যারেড মঞ্চের ৫০ মিটারের মধ্যে বোমাটি বিস্ফোরন ঘটে।

প্রাদেশিক গভর্ণর ভাহিদ জালালজাদহ মেহের সংবাদ সংস্থাকে জানান. বিস্ফোরণে মাহাবাদ প্রদেশের দুই উর্ধ্বতন সেনা কমান্ডারের স্ত্রীসহ ১০ জন নিহত হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।