গায়ক এবং ভারত কংগ্রেসের নেতা সিধু মুসেওয়ালার সন্দেহভাজন হত্যাকারীদের সঙ্গে পাঞ্জাব পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে৷ এতে দুজন সন্দেহভাজন নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন পুলিশ সদস্য।
নিহতেরা হলেন-গ্যাংস্টার জগরূপ সিং রূপা এবং মনপ্রীত সিং ওরফে মন্নু কুসসা।
স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এ দিন দুপুরে অমৃতসরের কাছে ভাকনা গ্রামে মুসেওয়ালার হত্যাকাণ্ডে জড়িত দুই আততায়ী আত্মগোপন করে আছেন বলে খবর পায় পুলিশ৷ তার পরই সেখানে অভিযান চালায় পুলিশ বাহিনী৷ এর পরেই দু' পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়৷
মনপ্রীত সিং ওরফে মন্নু কুসসা একে ৪৭ রাইফেল ছেতে সিধু মুসেওয়ালাকে গুলি করেছিল বলে পুলিশ জানিয়েছিল৷ ঘটনার সময় তার সঙ্গে ছিল জগরূপ রূপা এবং আরও এক আততায়ী৷ দীপক মুন্ডি নামে সেই অভিযুক্তের এখনও খোঁজ মেলেনি৷
মুসেওয়ালা খুনের তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, কানাডার বাসিন্দা সতিন্দর সিং ওরফে গোল্ডি ব্রারের সঙ্গে যোগসাজশ করে এই হত্যাকাণ্ডের ছক কষে লরেন্স বিষ্ণোই৷ এই লরেন্স বিষ্ণোই বর্তমানে তিহার জেলে বন্দি৷ গোল্ডি ব্রারকে গ্রেফতার করতে রে়ড কর্নার নোটিশ জারি করেছে ইন্টারপোল৷ মুসেওয়ালা খুনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পাঞ্জাব, মুম্বাই এবং দিল্লি পুলিশ৷
সূত্র: এনডিটিভি
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ২০ জুলাই, ২০২২
ইআর