পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সিন্ধু নদীতে বরযাত্রীবাহী একটি নৌকাডুবির ঘটনায় বুধবার (২০ জুলাই) পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। এর আগে, সোমবার (১৯ জুলাই) নৌকাডুবির ঘটনা ঘটে।
দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর জিও টিভি।
নৌকাটিতে শতাধিক যাত্রী ছিলেন। কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের অধিকাংশই নারী ও শিশু। কিন্তু একই সংখ্যক মানুষ এখনো নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে তারা সবাই মারা গেছেন।
জেলা প্রশাসনের মুখপাত্র কাশিফ নিসার গিল জানিয়েছেন, ঘটনার পর ৪৮ ঘণ্টারও বেশি সময় হয়ে গেছে। তাই নিখোঁজদের জীবিত খুঁজে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এছাড়া এ ঘটনায় যারা বেঁচে ফিরেছেন তাদের প্রায় সবাই পুরুষ।
বাংলাদেশ সময়: ০৯৪৪ ঘণ্টা, জুলাই ২১, ২০২২
জেডএ