নিউইয়র্ক: ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ২০১০ সালের সম্মানসূচক বিশ্ব রাষ্ট্রনেতার পদক পেয়েছেন। কনসিয়েন্স ফাউন্ডেশনের আবেদনের পরিপ্রেক্ষিতে তিনি এ সম্মানে ভূষিত হন।
মার্কিন যুক্তরাষ্ট্রে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে মনমোহনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রে ভারতীয় রাষ্ট্রদূত মেহরা শঙ্কর বৃহস্পতিবার এ পদক গ্রহণ করেন।
পদক গ্রহণ করে ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রাব্বি শেনারিকে ধন্যবাদ জানান শঙ্কর। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-কে সম্মানিত করে ফাউন্ডেশন রাষ্ট্র পরিচালনায় দক্ষ, দূরদৃষ্টি সম্পন্ন এবং বিচক্ষণ নেতাকে সম্মানিত করলো। তিনি বিশ্বের গণতন্ত্রকে এর লক্ষ্যের দিকে পরিচালিত করছেন। ’
অনুষ্ঠানে আগেই ধারণকৃত বক্তব্যে মনমোহন সিং বলেন, ‘প্রাচীন কাল থেকে মৌলিক ভিত্তিই ছিলো ভারতের প্রধান পথ প্রদর্শক। এসময় আধ্যাত্মিক অভিব্যক্তি বিভিন্ন রূপে অস্থান করছিলো। এছাড়া সার্বজনীন যথার্থতার বহু পথ ছিলো। তখন সর্বোচ্চ মূল্যবোধ, আদর্শ এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত মানবতা বোধের সমন্বয়ে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। ’
সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার এসময় প্রশংসাসূচক বক্তব্যে মনমোহন সিং কে দূরদৃষ্টি, অবিচল এবং চারিত্রিক সততা সম্পন্ন নেতা বলে উল্লেখ করেন। একইসঙ্গে ভারতের চলমান অর্থনৈতিক রূপান্তরে তার নেতৃত্বের প্রশংসা করেন তিনি।
এশিয়া বিশেষত আফগানিস্তান বিষয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের আগ্রহের সাদৃশ্যের দিকে দৃষ্টি আকর্ষণ করে দেশটিতে শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নে আঞ্চলিক দেশগুলো, বিশেষত ভারতকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বাংলাদেশ স্থানীয় সময়: ১২৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০