শিগগিরই দেশে ফিরছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে। মঙ্গলবার (২৬ জুলাই) মন্ত্রিসভা পরিষদের এক বৈঠকে এ কথা বলেন মুখপাত্র ড. বন্দুলা গুনাবরদেনা।
লঙ্কান সংবাদমাধ্যম নিউজ ফার্স্ট এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
খবরে বলা হয়, মঙ্গলবার শ্রীলঙ্কার নতুন সরকারের মন্ত্রিসভার বৈঠক বসে। এসময় বন্দুলা বলেন, সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষে দেশ ছেড়ে পালিয়েছেন এবং আত্মগোপনে রয়েছেন এটি আমার বিশ্বাস হয় না। তবে তিনি সরকারি সহায়তায় সমুদ্র পাড়ি দিয়েছিলেন।
প্রসঙ্গত, সরকারবিরোধী তুমুল বিক্ষোভের মুখে ১৩ জুলাই শ্রীলঙ্কা থেকে পালিয়ে মালদ্বীপে যান দেশটির তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া। সেখান থেকে পরেরদিন তিনি সিঙ্গাপুরে যান। সিঙ্গাপুরে গিয়ে তিনি তার পদত্যাগপত্র দেশে পাঠিয়ে দেন।
বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, জুলাই ২৬, ২০২২
এনএইচআর