নিউ ইয়র্ক: ইসরায়েলের অবশ্যই টিকে থাকার অধিকার রয়েছে। সে বিষয়ে কোন সন্দেহ নেই।
দীর্ষদিন বিরতির পর জনসম্মুখে আসা কিউবার দীর্ঘ মেয়াদী প্রেসিডেন্ট কাস্ত্রো একই সঙ্গে ইরানি প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের সমালোচনা করেন। তিনি বলেন, ‘তেহরানকে মনে রাখতে হবে ইসরায়েল তার অধিবাসীদের নিয়ে বেশি ভাবে। ’
ইসারায়েলের সঙ্গে কিউবা কুটনৈতিক সম্পর্ক গড়তে চায় কিনা জানতে চাইলে কেস্ত্রো বলেন, ‘এর জন্য সময় লাগবে। ’
২০০৬ সালে ভাই রাহুলের ক্ষমতা হস্তান্তর করা সাবেক কিউবার নেতা বলেন, ‘ইরানকে তার পরিনিতি বুঝতে হবে। আমি মনে করিনা ইহুদীদের মতো এতো মিত্যা অপবাদ আর কারও আছে। এটুকু নিশ্চিত যে মুসলমানদের চেয়ে তাদের অপবাদ বেশি। কারণ তাদের ওপর যতো অপবাদ চাপিয়ে দেয়া হয়। কেউ মুসলমানদের কোনো কিছুর জন্য দোষারোপ করে না।
আমার বিচারে এখানে ইহুদীদের বিরুদ্ধে কি হয়েছে, তা ঠিক করতে হবে। ২০০০ বছর ধরে তারা যন্ত্রণা ভোগ করছে। কেইকি ভাবতে পারে তাদের ভূমি ছেড়ে দিতে হবে। আমি মনে করি তাদের সংস্কৃতি এবং ধর্ম তাদের জাতি হিসেবে এক রাখবে।
তিনি বলেন ইহুদীরা আমাদের চেয়ে অনেক কষ্টে জীবন যাপন করছে। তাদের ধ্বংশ যজ্ঞের সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না।
বাংলাদেশ সময়: ১৭৪৫ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০